সীতাকুণ্ড থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য দিদারুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম শহরস্থ সীতাকুণ্ড সমিতির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে সমিতির নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় সীতাকুণ্ড সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে এমপি দিদারুল আলম প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। গতকাল মঙ্গলবার দুপুরে এই সাক্ষাৎকালে সীতাকুণ্ড সমিতি চট্টগ্র্রামের সিনিয়র সহ-সভাপতি লায়ন মোহাম্মদ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক লায়ন নাছির উদ্দিন মানিক ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুল হাসনাত উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।