সংসদ সদস্য দিদারুল আলমের উদ্যোগে গতকাল শনিবার উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের জন্য আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব দিদারুল আলম এমপি।
প্রধান অতিথি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আসন্ন পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা সকলে যাতে যথাযথভাবে পালন করতে পারে সেই জন্য আমাদের এই উদ্যোগ। সাথে সাথে পবিত্র রমজান মাসের উসিলায় মহামারি থেকে পরিত্রাণ পেতে সকলের নিকট তিনি দোয়া কামনা করেছেন। এতে উপস্থিত ছিলেন, ভাটিয়ারি ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, মহিলা কাউন্সিলর তাসলিমা রুবি, আকবর শাহ থানা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী, সমাজ সেবক জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।