এমপি আফসারুল আমিনের পক্ষে অনুদানের চেক হস্তান্তর

| শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

শুলকবহর ওয়ার্ডের মোজাফফর নগর বাই লেইন সংস্কারের অনুদানের চেক হস্তান্তর করেছেন চসিক সংরক্ষিত-৩ আসনের কাউন্সিলর জেসমিন পারভীন জেসী। প্রকল্প কমিটির সভাপতি ৪২নং সাংগঠনিক ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী সালমা আকতার ও সচিব রিনা আকতারের হাতে কাউন্সিলর জেসী এই অনুদানের চেক তুলে দেন। পরে কাউন্সিলর জেসী মোজাফফর নগর এলাকা পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা আ.লীগ নেত্রী কুলসুমা বেগম, যুবলীগ নেতা তানভিন হাসান ও কাউন্সিলরের ব্যাক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের মাধ্যমে দেয়া যাবে চট্টগ্রাম ওয়াসার বিল
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে চুরি