এমপিদের পদত্যাগের অনুতাপ বিএনপিকে করতে হবে

সাভারে ওবায়দুল কাদের

| রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

বিএনপির সাত সংসদ সদস্যের জাতীয় সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্তকে ‘ভুল’ হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল দুপুরে রাজধানীর গোলাপবাগ মাঠের বিএনপির গণসমাবেশ থেকে এমপিদের পদত্যাগের ঘোষণার পর বিকালে সাভারে এক দলীয় সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলেন। আপনারা সাতজন গেলে জাতীয় সংসদ অচল হয়ে পড়বে এটা ভাবার কোনো কারণ নেই। এই ভুলের জন্য অনুতাপ বিএনপিকেই করতে হবে। দুপুরে বিএনপির সাত সংসদ সদস্য জানান, দলীয় সিদ্ধান্ত অনুসারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। খবর বিডিনিউজের।

এরপর বিকালে সাভারে রেডিও কলোনির মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বিষয়টির অবতারণা করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিজামায়াতের ‘ষড়যন্ত্র ও মিথ্যাচারের’ প্রতিবাদে

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। এ সময় তিনি বিএনপির বিভাগীয় সমাবেশগুলোর সমালোচনা করে বলেন, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ১৬০ বস্তা চাল, হাঁড়িপাতিল, মশারি পাওয়া গেছে। এসব নিয়ে তারা পিকনিক খেলা শুরু করেছে। কোথা থেকে আসে এত টাকা? কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি কত টাকা দিয়েছেন, সে খবর জানেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, টাকা দিয়ে পিকনিক করাচ্ছে বিএনপি।

এই সমাবেশের আগে গত বুধবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক যুবক নিহত হন। তিনি বিএনপির কর্মী ছিলেন বলে স্বজনরা দাবি করেছেন। এরপর বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে শত শত নেতাকর্মীকে আটক করে পুলিশ।

বুধবারের সেই সহিংসতার ঘটনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পুলিশের ওপর হামলা করেছে বিএনপি। পুলিশ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে? আত্মরক্ষা তো তাদেরও করতে হবে। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আজকে পল্টনে গেলেন না?

তারেক রহমানের অর্থপাচারের টাকা সিঙ্গাপুরে ধরা পড়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে এসে এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে। সুইস ব্যাংকে টাকা; দেশে দেশে বিলাসবহুল মার্কেট আছে। সাভারের এই সমাবেশের মঞ্চে নেতাকর্মীদের ভিড় দেখে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, আজ এই সমাবেশ মঞ্চ থেকে তাকিয়ে দেখছি, নেতা আর নেতা। সিকি নেতা, আধুলি নেতা, পাতি নেতা, সব নেতা। কর্মী কোথায়?

পূর্ববর্তী নিবন্ধএকনজরে ১০ দফা
পরবর্তী নিবন্ধসংসদ থেকে বিএনপির ৭ এমপির পদত্যাগ