এমপিওভুক্তির দাবিতে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ অক্টোবর, ২০২৪ at ৯:১৪ পূর্বাহ্ণ

এমপিওভুক্তির দাবি এবং ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচিতে শিক্ষকদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্সমাস্টার্স শিক্ষক ফেডারেশন। গতকাল সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক রোষানলে পড়ে গত ৩২ বছর ধরে আমাদের ৪৯৫টি বেসরকারি এমপিওভুক্ত কলেজে প্রায় ৩ হাজার ৫০০ জন ননএমপিও অনার্সমাস্টার্স শিক্ষককে কোনো বেতনভাতা না দিয়ে এমপিওবিহীন করে রাখা হয়েছে। বিগত সরকার অনার্সমাস্টার্স শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত না করায় একদিকে যেমন এই সকল শিক্ষক এমপিওভুক্ত হতে পারছেন না, অন্যদিকে প্যাটার্ন বহির্ভূত শিক্ষক হিসেবে কলেজ থেকে পূর্ণস্কেলে বেতন দেওয়ার কথা থাকলেও কলেজভেদে ২ হাজার থেকে ১০ হাজার টাকার বেশি কখনই দেওয়া হয়নি। এর ফলে উচ্চ দ্রব্যমূল্যের বাজারে দীর্ঘদিন ধরে আমরা পরিবারপরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোস্তফা, জেলা কমিটির সভাপতি নূর মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল, জেলার শিক্ষকবৃন্দ যথাক্রমে মাহবুবর রহমান নুর নবী, আব্দুস সালাম, ইয়াসীন, মাহমুদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, রোমেন দে ও মুক্তা দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবেতাগীতে আন্ত:ইউনিয়ন বিতর্ক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ১০ হাজার ইয়াবা নিয়ে দম্পতি আটক