এমপিওভুক্তির দাবিতে অনার্স মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন

| শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে নিয়োগপ্রাপ্ত সাড়ে পাঁচ হাজার জন অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষককে এমপিওভুক্তির দাবি জানানো হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন জেলা শাখা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়।
মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. মোস্তফা কামাল বলেন, শুধুমাত্র জনবল কাঠামোতে না থাকার কারণে প্রায় ২৮ বছর ধরে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকরা এমপিওভুক্তির বাইরে রয়েছে। গত বছরের শেষ দিকে শিক্ষা মন্ত্রণালয় জনবল কাঠামো সংশোধনের উদ্যোগ নেয়। ওই সংশোধনীর প্রথম সভায় শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
পরে সরকারের পলিসির বিষয় উল্লেখ করে শিক্ষকদের নীতিমালার বাইরে রাখার সিদ্ধান্ত নেয় সংশোধনী কমিটি; যা অত্যন্ত দুঃখজনক। সরকারি বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়েও বর্তমানে কলেজ প্রদত্ত নামমাত্র বেতনে পরিবারের ভরণপোষণ অসম্ভব। সংগঠনের জেলা সভাপতি নূর মোহাম্মাদ চৌধুরী বলেন, আমরা অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকরা অহিংস ও শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছি। অচিরেই এমপিওভুক্তির মাধ্যমে দীর্ঘ বঞ্চনার স্থায়ী সমাধান চাই।
এতে আরো বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল, সহ-সভাপতি মো. হুমায়ুন করিম চৌধুরী, সুকান্ত নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক রিম্পা মুৎসুদ্দী, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মো. এমদাদুল হক। একাত্মতা প্রকাশ করেন বাকবিশিস চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অসীম চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ২শ লিটার মদসহ আটক ১
পরবর্তী নিবন্ধচীনে বিবিসি ওয়ার্ল্ড নিউজ নিষিদ্ধ