‘এমন যদি হত’ নাটক গড়াল ৫০ পর্বে

| মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

সিরাজউদ্দৌলা, গোপাল ভাঁড়, দেবদাসসহ বাংলা সাহিত্যের অনেকগুলো জনপ্রিয় চরিত্র নিয়ে নির্মাণ করা হয়েছে ধারাবাহিক নাটক ‘এমন যদি হত’। মাছরাঙা টিভির পর্দায় নাটকটি প্রচার হচ্ছে গত জুলাই মাস থেকে। এখন ৫০তম পর্ব প্রচারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে নাটকটি।

এক বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে নাটকের ৫০তম পর্ব। খবর বিডিনিউজের।

রাজিবুল ইসলাম রাজিবের রচনায় ‘এমন যদি হত’ পরিচালনা করেছেন যৌথভাবে আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। ধারাবাহিকে অভিনয় করেছেন তানিয়া আহমেদ, আজাদ আবুল কালাম, ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, কেয়া পায়েল, সামিরা খান মাহি, টয়া, রোদসী, চাষী আলম, সাজু খাদেম, শতাব্দী ওয়াদুদ, মাহা, মুসাফির সৈয়দ বাচ্চু, মুকিত জাকারিয়াসহ এক ঝাঁক তারকা। থাইল্যান্ডের পাতায়াতে ধারণ করা হয়েছে নাটকের দৃশ্য। এখানে দেখা গেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পের ভিখু চরিত্রটি। এছাড়া নবাব সিরাজউদ্দৌলা, গোপাল ভাঁড়, দেবদাস, কুবের এবং কপিলা, লালসালু গল্পের মজিদসহ অনেক চরিত্রের মিশ্রণ রয়েছে ধারাবাহিকে।

পূর্ববর্তী নিবন্ধমিরাজের লক্ষ্য বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া
পরবর্তী নিবন্ধআলম আরা মিনু গাইলেন আশিক বন্ধুর লেখা গান