এমন যদি হতো
সব মানুষের অভাব অনটন দূর হয়ে
সবাই সুখে শান্তিতে বাঁচতো।
এমন যদি হতো
সব মানুষ ধনী গরিব ভেদাভেদ ভুলে
একে অপরকে সম্মান করতো।
এমন যদি হতো
ভয়ভীতি হীন সুন্দর শান্তিময় দিন
সবার জীবনে আসতো।
এমন যদি হতো
মানুষ হিংসাত্মক মনোভাব পরিহার করে
একে অপরে সৌহার্দ্যে থাকতো।
এমন যদি হতো
কেউ কারো ধর্ম নিয়ে মন্দ মন্তব্য না করে
সুন্দর মানসিকতায় বাঁচতো।
এমন যদি হতো
সবুজ শ্যামলিমার বুকে সব বয়সী নারী
নিরাপদে বাঁচতে পারতো।
এমন যদি হতো
পারিবারিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষায়
সবাই প্রকৃত মানুষ হতো।