এমন বাংলাদেশকে দেখতে চান তামিম

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৯:৪৮ পূর্বাহ্ণ

বন্যার্তদের সাহায্যে মানুষ যে যেভাবে পারছেন এগিয়ে আসছেন। এমন ব্যাপারটা মুগ্ধ করেছে তামিম ইকবালকে। ঠিক এমন বাংলাদেশই দেখতে চেয়েছেন তামিম। যেখানে সব ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি সৌহার্দ্য, সহমর্মিতা ও সমপ্রীতি দেখাবে মানুষ। এক ফেসবুক পোস্টে তামিম লিখেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ আপনার কাছে কী? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব।’‘এরকম আরও অনেক ছবিভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সমপ্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’

পূর্ববর্তী নিবন্ধশাহিন আফ্রিদির উদযাপনে বাবা হওয়ার আনন্দ
পরবর্তী নিবন্ধরেকর্ডময় দিনে মুশফিকের ৯ রানের আক্ষেপ