ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজে দুরন্ত, দুর্বার বাংলাদেশ দল। উল্টো প্রতিশোধ নিয়ে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে দিল টাইগাররা। এটি ক্যারিবীয়দের তৃতীয়বারের মত হোয়াইট ওয়াশ করার রেকর্ড বাংলাদেশের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তিনটি ম্যাচেই মূলত টসের পরপরই নিশ্চিত হয়ে গেছে ম্যাচের ফলাফল।
গায়ানার প্রভিডেন্সে মাত্রাতিরিক্ত ধীরগতির ও নিচু উইকেটে বাংলাদেশের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি ক্যারিবীয়রা। প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজ, দ্বিতীয় ম্যাচে নাসুম আহমেদ ও শেষ ম্যাচে তাইজুল ইসলামের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ওয়েস্ট ইন্ডিজের মত প্রতিপক্ষকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার আনন্দে ভেসে যাওয়াটা যেকোন দলের জন্য খুবই স্বাভাবিক। কিন্তু স্পিনবান্ধব এ উইকেটে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার পরও উচ্ছাসে ভেসে যাচ্ছেননা টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বরং ভালো উইকেটে খেলা হলে নিজেদের আরও ভালো খেলতে হবে বলে মনে করেন তামিম। তৃতীয় ম্যাচের পর সংবাদ সম্মেলনে তামিম বলেন আমি এ জয়গুলোকে খুব উঁচুতে রাখতে চাই না। এটা নিয়ে খুব বেশি রোমাঞ্চিত না।
কারণ স্পিনারদের জন্য খুব বেশি সহায়তা ছিল এই উইকেটে। এ কারণে দুনিয়া জিতে ফেলেছি ব্যাপারটা অমন না। ভালো উইকেটে খেললে আমাদের আরও ভালো খেলতে হবে। তামিম বলেন আসলে সিরিজটাই ছিল স্পিনারদের। আমরা ওদের চেয়ে ভালো বল করেছি। এজন্যই জিতেছি। যাকে সুযোগ দিয়েছি সে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। তাইজুল তার বড় উদাহরণ। গোটা সফর জুড়ে দলের সাথে আছে। অথচ একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি। শেষ ম্যাচে যখন সুযোগ পেল নিজেকে প্রমাণ করলো। প্রায় আড়াই বছর পর ওয়ানডে খেলতে নেমে রীতিমত রেকর্ড গড়ে বসলেন তাইজুল। তামিম বলেন শেষ ম্যাচে যদি রিজার্ভ বেঞ্চ পরীক্ষা নীরিক্ষা করতে পারতাম তাহলে খুশি লাগতো। কারণ এমন পরিস্থিতিতে যদি রিজার্ভ বেঞ্চ পরখ করা না যায় তাহলে করব কখন।
কিন্তু এই ম্যাচে সে সুযোগটাও মেলেনি। কারণ টিম ম্যানেজম্যান্ট চেয়েছে পুরো শক্তির দল নিয়ে নামতে। তাই একজন পেসার কমিয়ে বাড়তি একজন স্পিনার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। অনেকদিন পর একজন পেসার নিয়ে খেলল বাংলাদেশ। তবে এই মানসিকতা বদলাতে হবে বলেও জানান তামিম। সচরাচর স্বাগতিকরা তাদের সুবিধামত উইকেট বানায় আর সে উইকেটের ফায়দা নেয়। কিন্তু এবারে ওয়েস্ট ইন্ডিজ দল অন্তত ওয়ানডে সিরিজে উইকেট বানাতে গিয়ে নিজেরাই ধরা খেল। বাংলাদেশের স্পিনাররাই উইকেট থেকে পুরো ফায়দা তুলে নিল। কিন্তু স্বাগতিকরা পারলনা। তামিম প্রশংসা করেছেন নুরুল হাসান সোহানের।
এই সিরিজে নেই সাকিব, মুশফিক, ইয়াসির আলি রাব্বির মত টপ অর্ডার ব্যাটার। তাইতো তামিম বললেন ব্যাটিং লাইন আপের শীর্ষ পাঁচজন ব্যাটারের তিনজনকেই পাইনি আমরা। তবে সুযোগ পেয়ে সেটাকে বেশ ভালই কাজে লাগিয়েছেন সোহান। দারুণ খেলেছেন উইকেটের সামনে এবং পেছনে। তাই বলা যা দলে একরকম জায়গা পাকা করে ফেলেছেন সোহান। তিন ম্যাচের দুটিতে ব্যাট করতে নামতে হয়েছে সোহানকে। যেখানে তিনি প্রথমটিতে ২০ রান করে দলের জয়ে ভাল ভুমিকা রেখেছেন। আর শেষ ম্যাচেতো দারুনভাবে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ৩৮ বলে অপরাজিত ৩২ রান করে। তাই এসব সুযোগ পাওয়াদের নিয়ে বেশ আশাবাদি তামিম।