নিজের ক্যারিয়ারে নানা কারনে খেলা বন্ধ হয়ে যাওয়া বা ম্যাচ বাতিল হওয়ার ঘটনা অনেক দেখেছেন লিওনেল মেসি। কিন্তু স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মাঠে প্রবেশ করার কারনে খেলা বন্ধ হয়ে যাওয়াটা বোধহয় প্রথম দেখলেন মেসি। তাইতো তিনি বেশ ক্ষুদ্ধ এবং বিব্রত বলে জানালেন। মেসি বলেন সবকিছুই ঠিকঠাক মতই চলছিল। কিন্তু হঠাৎ করেই টাচলাইনের বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছিলো। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করছিলেন কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙেছে আর্জেন্টিনার চার ফুটবলার। তাই খেলাও বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তীতে ম্যাচটি স্থগিত করে দেন মাঠের রেফারি। ইতোমধ্যে ব্রাজিল ছেড়ে দেশেও ফিরে গেছে আর্জেন্টিনা দল। আর অভিযোগ ওঠা ৪ ফুটবলার হলেন, এমিলিয়ানো মার্তিনেস, ক্রিষ্টিয়ান রোমেরো, জিওভানি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।
তাদের বিরুদ্ধে অভিযোগ তারা কাগজপত্র সঠিকভাবে উপস্থাপন করেননি। আর ব্রাজিলে আসার পর কোয়ারেন্টাইন এড়িয়ে গেছেন । কেননা তারা ইংল্যান্ডে ছিলেন।