সিলেটের জাফলং। পাহাড়, টিলা, চাবাগান, নদী চমৎকার সব লোকেশনে ঘুরে ঘুরে গানের সুরে প্রেমের গল্প বুনছেন ইমন ও সালওয়া। ‘ভালোবাসা বলা হয়ে যায়’ শিরোনামের গানটি ‘বীরত্ব’ ছবির। বৃহস্পতিবার রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে। আর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর। তার আগে গানের মাধ্যমে প্রথম পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হলো সালওয়ার। গানটি লিখেছেন সাইদুল ইসলাম। গোলাম রাব্বির সুর ও সংগীতে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইমরান ও পূজা। এবারই প্রথম চলচ্চিত্রের সুবাদে পর্দায় নিজেকে দেখলেন সালওয়া। কেমন লাগছে? জানতে চাইলে সালওয়া বলেন, এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম। গানটিতে নিজেকে দেখে নিজের খারাপ লাগেনি। সিলেটের মেয়ে আমি। সিলেটের লোকেশনে গানটি শুটিং হয়েছে। সেই সময় একরকমের আনন্দ নিয়েই গানের শুটিং করেছিলাম। গানের সঙ্গে লোকেশনটা খুব সুন্দর মানিয়েছে। তবে অপেক্ষা করছি সিনেমা হলে পুরো ছবি দেখে দর্শকের প্রতিক্রিয়া জানার। ‘বীরত্ব’ পরিচালনা করেছেন সাইদুল ইসলাম। চিত্রনাট্যও তাঁর নিজের। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, মামনুন ইমন, নিপুণ আক্তার, আরমান পারভেজ মুরাদ, আহসান হাবিব, কচি খন্দকার, শিল্পী সরকার অপু প্রমুখ। এদিকে সালওয়া জানিয়েছেন, এরই মধ্যে তাঁর আরেকটি ছবি ‘বুবুজান’-এর শুটিং শেষ হয়েছে। মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ছবিটি।