এমন উদ্বেগই প্রমাণ করে জাতি তামিমকে কতটা ভালোবাসে : বিসিবি

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

একপ্রকার মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল। হার্ট অ্যাটাক করার পর অনেকটা সময় পালস পাওয়া যাচ্ছিল না তার। পরে চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুত চিকিৎসা কার্যক্রম শুরু হয় তার। হার্টে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে তার। এমনকি কথাও বলেছেন। তবে এখনই হাসপাতাল ছেড়ে বাসায় ফিরতে পারবেন না তামিম। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আরো ৪৮ ঘণ্টা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে থাকতে হবে সাবেক অধিনায়ককে। দেশসেরা ওপেনারের সুস্থতার জন্য দেশ ও বিদেশের অনেকেই প্রার্থনা করছেন। তামিমের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তাকে দেখতে বিসিবি কর্মকর্তাদের অনেকেই ছুটে গেছেন সাভারের ওই হাসপাতালে। তাদের সঙ্গে গেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদও। তামিমের চিকিৎসায় ত্বরিত ব্যবস্থা নেওয়ায় চিকিৎসক ও বিশেষজ্ঞদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

পরে এক বিবৃতিতে বিসিবি প্রধান বলেন এমন কঠিন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সকল চিকিৎসক ও বিশেষজ্ঞদের প্রতি আমরা কৃতজ্ঞ। তামিমকে নিয়ে এমন উদ্বেগই প্রমাণ করে জাতি তাকে কতটা ভালোবাসে। তামিমের আপডেট জানতে প্রধান উপদেষ্টার অফিস, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। তামিমের চিকিৎসায় সবধরনের সহায়তায় প্রস্তুত বিসিবি, এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি। তিনি বলেন তার শারীরিক অবস্থার বিষয়ে বিসিবি সব সময় মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রাখছে। তার দ্রুত সুস্থতার জন্য সব রকমের সহায়তা করতে বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে ভিড় না করতে ভক্তদের প্রতি অনুরোধ বিসিবির
পরবর্তী নিবন্ধমিরাজের সেঞ্চুরিতে মোহামেডানের জয়