‘এমনিতেই’ ৩৩৩ নম্বরে ফোন করে এখন খাদ্য দিতে হচ্ছে ১শ পরিবারকে

আজাদী অনলাইন | শুক্রবার , ২১ মে, ২০২১ at ২:৪৩ অপরাহ্ণ

‘এমনিতেই’ ৩৩৩ নম্বরে ফোন করে সহায়তা চেয়ে এখন উল্টো ১০০ গরীব পরিবারকে খাদ্য সহায়তা দিতে হচ্ছে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীকে।
জরুরি খাদ্যসহায়তার জন্য ৩৩৩ নম্বরে তার থেকে ফোন পেয়ে ছুটে গিয়েছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কিন্তু গিয়ে দেখা গেল সহায়তা চাওয়া ফরিদ আহমেদ নামের ওই ব্যক্তি একটি হোসিয়ারি কারখানার মালিক। সদর উপজেলার কাশিপুরে একটি চারতলা বাড়িও রয়েছে তার। বিডিনিউজ
জরুরি সেবার নম্বরে ফোন করে সরকারের লোকজনকে এভাবে ‘হয়রানি’ করায় তাকে বৃহস্পতিবার শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শাস্তি হলো ১০০ গরীব পরিবারকে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী খাদ্য সহায়তা দিতে হবে এই ব্যবসায়ীকে।
প্রত্যেক পরিবারের জন্য প্যাকেটে থাকবে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু ও মশলা।
সব মিলিয়ে দেড় হাজার কেজির বেশি খাদ্যসামগ্রী এখন গরীবদের মধ্যে বিতরণ করতে হবে ফরিদ আহমেদকে।
ব্যবসায়ী ফরিদ আহমেদের দাবি, তিনি ৩৩৩ নম্বরে ফোন করেছিলেন ‘কৌতুহল মেটাতে’।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা আজ শুক্রবার (২১ মে) বলেন, “মহামারী আর লকডাউনে অনেক গরীব ও নিম্নআয়ের পরিবার কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত পরিবারও বিপাকে পড়েছে। ৩৩৩ নম্বরে ফোন করলে তাদের বাড়িতে উপজেলা প্রশাসন জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেয়। ফরিদ আহমেদের ফোন পেয়ে গতকাল বিকালে খাদ্যসহায়তা নিয়ে আমি নিজেই গিয়েছিলাম। গিয়ে দেখি ফরিদ আহমেদ চার তলা বাড়ির মালিক। জানতে পারি তার হোসিয়ারি কারখানা রয়েছে। ফরিদ তা স্বীকারও করেন।”
তাহলে ওই ব্যবসায়ী কেন জরুরি সেবার নম্বরে ফোন করে খাবার চাইলেন?
ইউএনও বলেন, “ফরিদের দাবি, তিনি এমনিতেই ফোন করেছেন। ভুল হয়েছে বলে স্বীকার করেছেন। হয়রানির শাস্তি হিসেবে তাকে ১০০ গরীব মানুষকে খাদ্যসহায়তা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
আর ফরিদ আহমেদ বলেন, “৩৩৩ নম্বরের ওই হটলাইন থেকে সাড়া পাওয়া যায় কিনা তা দেখার জন্য ফোন করেছিলাম।”
ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ফরিদ আহমেদ আজ শুক্রবার ১০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করবেন। ইউএনও আরিফা জহুরা বলেছেন, তিনি নিজে উপস্থিত থেকে বিষয়টি তদারক করবেন।

পূর্ববর্তী নিবন্ধ১৯ ঘন্টা পর ভেসে উঠলো সেই কলেজ ছাত্রের লাশ
পরবর্তী নিবন্ধআসামীদের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে বাদী