এমদাদ আলী প্রাথমিক বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতার দ্বিতীয় অধিবেশন

| বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরীর চন্দনপুরার এমদাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে গতকাল বুধবার গল্প আহরণ প্রতিযোগিতার ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোহাম্মদ ছিদ্দিক আহমদের পৃষ্ঠপোষকতায় এতে বিচারক ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক খুজিস্তা আখতার। সমন্বয়কারী ছিলেন আহরণের পাঠক উদ্যোক্তা মো. আবদুর রহমান মিশ্‌কাত।

শিক্ষার্থীরা গোলাপ ও শাপলা দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার জন্য জি এইচ হাবীব রচিত ‘একটি সুখী গাছের গল্প’ নির্বাচন করা হয়। শিক্ষার্থীদের দুবার গল্পটি শোনানো হয়। এরপর শাপলা দলের মারইয়াম মুবাশ্‌শিরা, নাদিয়া আক্তার, আমেনা আকতার, ইরফাতুল ইফরান মিম এবং গোলাপ দলের তাওহিদুল আলম আদি, মো. তানিম ও অংকিত ধর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ী হয় শাপলা দল। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে শাপলা দলের আমেনা আকতার। সঞ্চালক ছিলেন আহরণ উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩১ জেলে আটক, দেড় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধগণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে গণতান্ত্রিক অধিকার আন্দোলনের আত্মপ্রকাশ