মাল্টি ডিস্ট্রিক্ট কমব্যাট হাঙ্গার প্রজেক্ট কমিটির (এমডিসিএইচপিসি) একটি বিশেষ সভা গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক হলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টস স্পেশাল এসিসটেন্ট (রিপসা) বাংলাদেশের কান্ট্রি কো–অর্ডিনেটর রোটারিয়ান ড. ইসতিয়াক আবিদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন এমডিসিএইচপিসির চেয়ারম্যান পিডিজি মাগফুর উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহেলা খানম, এমডিসিএইচপিসি–এর ভাইস চেয়ারম্যান এবং এমডিসিএইচপিসি সাধারণ সম্পাদক রোটারিয়ান পিপি এ এফ নেছার উদ্দিন। সভায় এমডিসিএইচপিসিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় লেট পিডিজি কমোডর এম এম রহমান, এমপিএইচএফ (আরসি অব আগ্রাবাদ) এবং লেট পিডিজি এবিএম ওয়াদুদ উল্লাহকে। তাঁদের পরিবারের সদস্যরা অনুপস্থিত থাকায় সংশ্লিষ্ট রোটারি ক্লাবের বর্তমান সভাপতি ক্রেস্ট গ্রহণ করেন। দারিদ্র্য বিমোচনে সম্মেলনে সংগঠনের সৃষ্টি, লক্ষ্য, উদ্যেশ্য, ঋণ প্রদান, নজরদারী, ও আভ্যন্তরীণ ক্লাব নেতৃত্ব নিয়ে বিশেষ আলোচনা করেন পিডিজি মাগফুর উদ্দিন আহমেদ। তাছাড়া কমিটির বর্তমান কার্যক্রম ও কর্মক্ষমতা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী পেশ করেন, রোটারিয়ান পিপি এফ নেছারউদ্দিন। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও সঞ্চালনা করেন এমডিসিএইচপিসির যুগ্ম সম্পাদক ও আরসি অব ইসলামাবাদের রোটারিয়ান পিপি ওসমান গনি মনসুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র রোটারিয়ান শওকত হোসেন, ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, মুজিবুর রহমান, শফিকুল আলম খান, ড. আসিফ ইকবাল, পিপি ফরহাদুল ইসলাম, জাহেদা আক্তার মিতা, এইচ ফেরদৌস, খন্দকার মো: এমদাদুর রহমান, জান্নাতুল ফেরদৌস, এম. ওমর আল ফয়সাল, আশরাফুল আলম, জিয়াউল হোসেন ও আফিয়া খাতুন মিতা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












