এমএ সালামের সাথে হাটহাজারী মৎস্যজীবী লীগের মতবিনিময়

| বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ১২:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালামের সাথে গত ২১ ডিসেম্বর জেলা পরিষদ মিলনায়তনে হাটহাজারী উপজেলা মৎস্যজীবী লীগের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় এমএ সালাম বলেন, দলের ত্যাগী তৃণমূল পর্যায়ের পরীক্ষিত বঙ্গবন্ধু সৈনিকদের নিয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। মতবিনিময় সভায় হাটহাজারী উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক জাফর উল্লাহ খান ও সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ বয়ান জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালামকে শুভেচ্ছা জানান। এতে বক্তব্য রাখেন উত্তর জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক এম হারুন-অর-রশিদ, সদস্য সচিব এম শফিউল আলম শফি, যুগ্ম আহ্বায়ক এম এ হাসেম, আবরাহা দুলাল, লায়ন রিমন মুহুরী, মঈনুল আলম, সৈয়দ জাহেদুল আলম, দিদারুল আলম সৈয়দ, মোরশেদ আলম, মহিমউদ্দিন চৌধুরী, আব্দুল্লাহ আল মুবিন, রতন কান্তি নাথ, আইয়ুব আলী, সাইফুল চৌধুরী, সাইফুদ্দিন খালেদ, তারেক চৌধুরী, মোবারক উদ্দিন, আজিজুল ইসলাম, নুরুল হাকিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধহালিশহর এইচ ব্লক সমাজ কল্যাণ সমিতির আলোচনা সভা