সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বনফুল গ্রুপের চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হয়েছেন। তিনি বর্তমানে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমএ মোতালেব এর ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব জানান, গত সোমবার সকালে করোনার প্রাথমিক উপসর্গ দেখা দিলে উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেন। ওইদিন বিকেলে জ্বরসহ শারীরিকভাবে অসুস্থবোধ করায় তিনি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। পরের দিন (মঙ্গলবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত রির্পোটে তাঁর রিপোর্র্ট নেগেটিভ আসে। কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গতকাল পাওয়া রিপোর্ট তার করোনা পজেটিভ আসে। তবে তিনি এখন সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব।
দোয়া মাহফিল : এদিকে এম এ মোতালেবের (সিআইপি) রোগ মুক্তি কামনায় কর্ণফুলী উপজেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি হামিদিয়া বাগদাদিয়া এতিমখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দীন হায়দার, সহ-সভাপতি মো. হারুন চৌধুরী নেভী, ইউচুফ মিয়া, মো. জাফর ইকবাল, কর্ণফুলী উপজেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফোরকান, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রোকন, মো. নুর উদ্দীন, মো. আব্দুল করিম, মো. বেলাল, মো. রফিক, মো. মাসুদ, মো. কামরুল ইসলাম, মো. হেলাল, মো. সোহেল, মো. আনিস, পটিয়া উপজেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সহ-সভাপতি মো. কফিল উদ্দীন, মো. আমিন, সাধারণ সম্পাদক মো. রাসেল, মো. বাবুল, কোতোয়ালী ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নেজাম উদ্দীন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মৌলানা আতাউল্লাহ্।