এমএ আজিজ বঙ্গবন্ধুর প্রতি অবিচল আস্থার প্রতীক

মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, মরহুম এম.এ আজিজ ও জহুর আহমদ চৌধুরী শুধু চট্টগ্রাম নয় সারা দেশের জনদরদী নেতা। আমরা তাদের রাজনীতির উত্তরাধিকার। দলের দুঃসময়ে তাঁরা হাল ধরে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় অবিচল ছিলেন। রাজনীতিতে তাঁরা ক্ষণজন্মা পুরুষ হলেও তাঁরা অমরত্ব ছুঁয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কিংবদন্তীতুল্য রাজনীতিক ও বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর এম.এ আজিজের ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হালিশহরস্থ মরহুমের কবর প্রাঙ্গণে মহানগর আওয়ামী লীগে উদ্যোগে গতকাল বুধবার অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ৬ দফাকে সমর্থন করে তাঁকে ১ দফায় পরিণত করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন এম এ আজিজ। তাঁর সে দিনের সাহসী ভূমিকা জাতিকে সামনের দিকে এগোতে সাহস যুগিয়েছে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেন, এম.এ আজিজ দুরদর্শী জননেতা ছিলেন। তিনি জানতেন ৬ দফা একদিন ১ দফায় পরিণত এবং তা-ই হয়েছে। এই ৬দফা নিয়ে দলের ভেতর-বাইরে অনেক ষড়যন্ত্র হয়েছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে এটাই আজকের বাংলাদেশ।

তিনি বলেন, এম.এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, এম.এ হান্নান, এম. এ মান্নান, এবিএম মহিউদ্দিন চৌধুরীর মতো প্রয়াত নেতারাই আমাদের রাজনীতির প্রেরণার উৎস। এই চেতনাকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, কাউন্সিলর আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মহিউদ্দিন রাশেদ, নোমান আল মাহমুদ, শফিক আদনান, হাসান মাহমুদ শমসের, জহুর আহমেদ, আব্দুল আহাদ, বখতেয়ার উদ্দিন খান, গোলাম মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, হাজী বেলাল আহমেদ, আবু তাহের, রেজাউল করিম কায়সার, জানে আলম, নাজিমুন ইসলাম মজুমদার, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া। সভাশেষে মাহতাব উদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে মরহুম এম.এ আজিজের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ভারপ্রাপ্ত মেয়রের শ্রদ্ধাঞ্জলি : চসিক ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন এম এ আজিজের মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে তিনি বলেন, জননেতা এম এ আজিজ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম রাজনৈতিক সহচর। বাঙ্গালির মুক্তির সনদ ৬ দফা বাস্তবায়নে পকিস্তানের শাসক গোষ্ঠির যখন অসম্মতি ও নানা ধরণের যড়যন্ত্রে লিপ্ত হয় তখন এম এ আজিজই বলেছিলেন ৬ দফা বাস্তবায়নে কোন ধরণের যড়যন্ত্র বরদাস্ত করা হবে না। গতকাল বুধবার হালিশহরস্থ এম এ আজিজের কবরে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি একথা বলেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর নুর মোস্তাফা টিনু, আবদুল মান্নান, লায়ন মো. ইলিয়াছ, কাউন্সিলর রুমকী সেনগুপ্ত।

উত্তর জেলা আওয়ামী লীগ : উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেছেন, চট্টল শার্দুল এম এ আজিজ বঙ্গবন্ধুর প্রতিটি চিন্তা চেতনার সাথে একমত থাকতেন এবং ছায়াসঙ্গীর মতো কাজ করতেন। গতকাল বুধবার উত্তরজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জননেতা এম এ আজিজের কবরে পুষ্পস্তবক অর্পণকালে তিনি একথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মঈনুদ্দিন, ড. ফখরুদ্দিন চৌধুরী, মো আবুল কালাম আজাদ,মহিউদ্দিন আহমেদ রাশেদ, নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত,জসিম উদ্দিন শাহ, মহিউদ্দিন বাবলু, আলাউদ্দিন সাবেরী, আ স ম ইয়াছিন মাহমুদ, মো সেলিম উদ্দিন, গোলাম রব্বানী প্রমুখ।পরে মরহুমের কবর জেয়ারত করা হয়।

প্রাক্তন জাসদ ফোরাম : চট্টল বীর এম এ আজিজ স্মরণে প্রাক্তন জাসদ ফোরামের উদ্যোগে চকবাজার কার্যালয়ে সোলায়মান খানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। মশিউর রহমান খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডা.মাহফুজুর রহমান, নুরুল আলম মন্টু, দিলীপ কান্তি দাশ, মোহাম্মদ ইলিয়াস মিয়া, মহসীন গাজী,সালাউদ্দিন খালেদ বাবুল,হায়দার আলী, মো, এয়াকুব,আবদুল মাবুদ, চৌধুরী জসিমুল হক,মাহবুব রহমান প্রমুখ।

জননেতা এম এ আজিজের ৫২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু। পরে এক দোয়া ও বিশেষ মুনাজাতে মরহুরেম রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর গোলাম মো. চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, ফরিদ নেওয়াজ, মো. ইলিয়াস, হুমায়ুন কবির, আবদুর রহমান, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন স্বপন, এস এম সাইদ সুমন, আব্দুল আজিম, মো. হিরু, মো. বাদশা, মো. জাহেদ, অ্যাড. সৈয়দ রবি, মো. সাইফুল করিম, ইঞ্জিনিয়ার রুবেল, শহীদুল ইসলাম শহীদ, এম এ হান্নান রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম নগর মহাপরিকল্পনা নিয়ে পরামর্শক সভা
পরবর্তী নিবন্ধঢাকা ব্যাংকের ডিএমডি হলেন আখলাকুর রহমান