এমএলএসেগোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

ন্যাশভিলে এসসির বিপক্ষে মাঠে নামার আগেই এমএলএস লিগে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট পুরস্কার হাতে তুলে নিলেন লিওনেল মেসি। চেজ স্টেডিয়ামে তার আগে গোল্ডেন বুট তুলে দেন এমএলএস কমিশনার ডন গারবার। ইন্টার মিয়ামির জার্সিতে ২৮ ম্যাচে ২৯ গোল করে তিনি প্রথমবারের মতো এই পুরস্কার জয় করেন। মেসির হাতে গোল্ডেন বুট তুলে দিতে পেরে বেশ উচ্ছ্বসিত ডন গারবার। তিনি বলেন, আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে লিও এই ক্লাব, এই শহর ও এই লিগের জন্য এতটা প্রভাব ফেলবে। তিনি পুরো এমএলএসএর গতিপথই বদলে দিয়েছেন। গোল্ডেন বুট পুরস্কার হাতে নেয়ার একদিন আগেই ইন্টার মিয়ামি ঘোষণা করে, মেসি তিন বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। যার ফলে মিয়ামিতে ২০২৮ সাল পর্যন্ত মিয়ামিতে থাকবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর ছনুয়ায় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধজাতীয় বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নিতে যশোর গেল চট্টগ্রাম জেলা দল