এমইএস কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের দোয়া মাহফিল

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ মামুনের সুস্থতা এবং রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) ওমরগণি এমইএস কলেজের প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস হেলাল আকবর চৌধুরী বাবর ও সাবেক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমের সার্বিক তত্ত্বাবধানে বাদে আসর দামপাড়া জমিয়তুল ফালাহ জাতীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শওকতজাম্মান পারভেজ, সাইফুদ্দিন আহমেদ রবি, সরোয়ার মোর্শেদ কচি, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আবু সাঈদ সুমন, ফরিদ উদ্দিন ফরহাদ, মোহাম্মদ ইউনুস, কেবিএম শাহাজাহান, আবদুল ওয়াদুদ আরজু, শাহজাহান সুফি, নাজমুল আহসান, কায়সার মোর্শেদ কনক, ইকবাল করিম, মোর্শেদুল আলম, হাসান মনসুর, এস এম আলম, আসিবুর রহমান মুন্না, দেবশীষ নাথ দেবু, রাজীব দত্ত রিংকু, ফারুকুল ইসলাম অংকুর, তারেক মাহমুদ, পাপ্পু, ওয়ালিদ মিলটন, মীর ইমরুল হাসান রুবেল, মির্জা আহেমদ, মনোয়ার জাহান মনি, মাহফুজুর রহমান বাবুল, সাইফুর রহমান স্বপন, আবুল হোসেন আবু, মোহাম্মদ আলম, এস এম মাকসুদ চৌধুরী, খোকন চন্দ্র তাঁথী, মোহাম্মদ ইদ্রিস, ফজলুল কবির সোহেল, এম কুতুবউদ্দিন চৌধুরী, নুর উদ্দিন বাহার বাবু, শিবু প্রাসাদ চৌধুরী, কাউন্সিলর মোর্শেদ আলম, আকবর আলী আকাশ, ওসমান গণি আলমগীর, রফিকুল ইসলাম, ওমর কৈয়াম তৈয়ব, আলমগীর আলম, মেজবাহ উদ্দিন মোর্শেদ, মোজলেহ উদ্দিন শিবলী, কফিল উদ্দিন, দিদাউর রহমান তুষার, মনোয়ারুল আলম নোবেল, আলী রেজা পিন্টু, রিফাত জাবেদ ডন, আজিজুল ইসলাম, গিয়াসউদ্দিন, আদনান মাহফুজ সজীব প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জামিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদের প্রেস ইমাম হাফেজ মৌলানা আহমেদুল হক। বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা পেল ৭ দিনের খাদ্য সামগ্রী