এমইএস কলেজ ডিগ্রি পাস কোর্সের ওরিয়েন্টেশন

| রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

ওমর গণি এমইএস কলেজের ডিগ্রি পাস কোর্সের ওরিয়েন্টেশন কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকীর সভাপতিত্বে, অধ্যাপক ববি বড়ুয়া ও অধ্যাপক প্রশান্ত শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ আ... সারওয়ার আলম।

প্রধান অতিথি বলেন,এই কলেজকে আমি আধুনিক রূপে রূপান্তর করতে চাই। বাহ্যিক অবকাঠামোগত পরিবর্তনের সাথে সাথে পড়াশোনার মানোন্নয়ন করে দেশে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য প্রয়োজন শিক্ষকশিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা। তবেই এই শিক্ষা প্রতিষ্ঠান একটি রোল মডেল হিসেবে দেশে প্রতিষ্ঠা পাবে। জাতি পাবে একটি উন্নত প্রজন্ম। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আমীন, অধ্যাপক উত্তম কুমার সরকার, অধ্যাপক আয়েশা বেগম ও অধ্যাপক সুমন কান্তি দাশ। উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী ফারজানা ইসলাম, অধ্যাপক ফারহানা ইসলাম, অধ্যাপক রাজীব কান্তি পাল, অধ্যাপক সৈকত চৌধুরী, অধ্যাপক আইনুন নাহার, অধ্যাপক ফাতেমা বেগম, অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক ফারহানা গুলজার, অধ্যাপক দেবজানি মুহুরী, অধ্যাপক মো. শফিকুল ইসলাম, অধ্যাপক আমেনা আক্তার, অধ্যাপক শারমিনা আক্তার, আরমিনা ইয়াসমিন, অধ্যাপক বৃষ্টি দত্ত প্রমুখ। দ্বিতীয় পর্বে অধ্যাপক নন্দিতা বড়ুয়ার সম্পাদনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে সীতাকুণ্ডের ৫ মুখ
পরবর্তী নিবন্ধবিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি যেন মানুষের জন্য কল্যাণকর ও প্রকৃতিবান্ধব হয়