এমঅ্যান্ডএমএর ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল এক্সপোতে ব্যাপক সাড়া

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

তিন দিনব্যাপী ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এঙপো পাওয়ার্ড বাই ক্লিকপ্যাক নগরীর হোটেল রেডিসন ব্লুতে গত ১৬ সেপ্টেম্বর শুরু হয়েছে। ফ্যাশন ও লাইফস্টাইল এক্সপো এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশনের উদ্যোগে এই এঙপো আজ শেষ হবে।
এঙপোতে অংশ নিয়েছে ঢাকা চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ৫৮ জন নারী উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, ব্রান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট। এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদ বলেন, নারী উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে এই এঙপোর আয়োজন করা হয়েছে। এই এঙপোর মাধ্যমে উদ্যোক্তাদের দেড় বছরের অধিক সময় স্থবির হওয়া ব্যবসায় গতি আসবে। এই এক্সপোতে ৫০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলার আয়োজক জানান, মেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে রেডিসন ব্লু হোটেলের নিজস্ব নিরাপত্তা কর্মীরা। এছাড়া করোনার কথা মাথায় রেখে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চলবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদারিদ্র বিমোচনে ছাগল পালন বাস্তবধর্মী কর্মসূচি
পরবর্তী নিবন্ধলোকমান হাকিমের সৃষ্টিকর্ম সমাজে আলো ছড়াবে