এভারেস্ট জয়ী বাবর আলী ফিরছেন কাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৬:৪০ পূর্বাহ্ণ

এভারেস্ট এবং লোটসে জয় করা “চাটগাঁইয়া পোলা” ডা. বাবর আলী আগামীকাল বুধবার চট্টগ্রাম ফিরছেন। কাঠমান্ডু থেকে ঢাকা হয়ে কাল বিকেল সাড়ে পাঁচটায় তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হাটহাজারীর বুড়িশ্চরস্থ বাড়িতে চলে যাবেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১১ টায় সাংবাদিক সম্মেলনে তিনি একই সাথে দুইটি পর্বতশৃঙ্গ জয়ের অভিজ্ঞতা শুনাবেন।

আগামী ২ জুন অনন্যা আবাসিক এলাকা থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত সাইকেল র‌্যালি করে জয় উদযাপন করা হবে। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে তিনি পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট এবং চতুর্থ উচ্চতার পর্বতশৃঙ্গ লোৎসে জয়ের গল্প শুনাবেন। তিনি একমাত্র বাংলাদেশী যিনি একই সামিটে দুইটি পর্বতশৃঙ্গ জয় করেছেন। লোৎসে জয় করা প্রথম বাঙালিও তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পদক অর্জন কনকর্ডের
পরবর্তী নিবন্ধপটিয়ায় ব্যাংক কর্মকর্তার বসতঘরে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি