এভারকেয়ার হাসপাতালে বিনামূল্যে ব্রেস্ট হেলথ চেকআপ ক্যাম্পেইন

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে শুরু হয়েছে বিনামূল্যে ব্রেস্ট হেলথ চেকআপ ক্যাম্পেইন। আগামী ৩১ অক্টোবর প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। বর্তমানে নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার একটি কমন কিন্তু গুরুতর রোগ। তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে রোগীর জীবন বাঁচানো সম্ভব। এই ক্যাম্পেইনের মাধ্যমে নারীরা এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের ব্রেস্ট হেলথ অ্যাসেসমেন্ট রুমে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চেকআপ করাতে পারবেন। চেকআপ ছাড়াও এখানে বিশেষজ্ঞের পরামর্শ, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনে পরবর্তী চিকিৎসা সংক্রান্ত পরামর্শ গ্রহণেরও সুযোগ থাকবে।

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের মেডিকেল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের ভিজিটিং সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ বলেন, ব্রেস্ট ক্যান্সার এমন একটি রোগ, যা রোগীরা প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন পদ্ধতিতে নিজেরাই শনাক্ত করতে পারবেন। সেটি করা গেলে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসাযোগ্য ও প্রতিরোধযোগ্য। তাই, সরকারিবেসরকারি সব ক্ষেত্র থেকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে, কোন প্রকার অবহেলা না করে বরং ব্রেস্ট ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে হবে। হাসপাতালগুলোতে স্ক্রিনিং ব্যবস্থা আরও উন্নত করতে হবে, লক্ষণ দেখা গেলে চিকিৎসকের পরামর্শে রোগীকে ডায়াগনসিসের আওতায় আনতে হবে এবং পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, দেশের মাবোনেরা যদি সুস্থ থাকে তবে আপনিও ভালো থাকবেন, আর সুস্থ সমাজ গঠনও সম্ভব হবে। হাসপাতালের বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর বাংলাদেশে ১২ থেকে ১৪ হাজারেরও বেশি নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। তবে বেশিরভাগ রোগীই চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরে চিকিৎসা শুরু করেন। অথচ সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে চেকআপের মাধ্যমে এই রোগের ঝুঁকি কমানো ও জীবন বাঁচানো সম্ভব। সমাজের সার্বিক স্বাস্থ্য উন্নয়নের অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম বছরব্যাপী বিভিন্ন প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবামূলক ক্যাম্পেইন আয়োজন করে। এসব উদ্যোগের লক্ষ্য কেবল রোগ প্রতিরোধ নয়, একইসাথে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও জনমনে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ সমাজ গঠন করা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫ তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বাসে তল্লাশি সাড়ে ১৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার