এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সম্প্রতি ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র্যালির আয়োজন করেছে। নারীদের প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও সার্বিক স্তনস্বাস্থ্য সম্পর্কে জ্ঞান বৃদ্ধিই ছিলো এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে মেডিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিভাগ থেকে উপস্থিত ছিলেন ভিজিটিং সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, কনসালট্যান্ট ও কো–অর্ডিনেটর (রেডিওথেরাপি সার্ভিস) ডা. তানভির আহমেদ, কনসালট্যান্ট ডা. হাসনিনা আক্তার এবং অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডা. নয়ন ভৌমিক। এছাড়া আরও উপস্থিত ছিলেন সানশাইন এডুকেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাফিয়া গাজী, এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামীর সিং প্রমুখ।
সানশাইন এডুকেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সাফিয়া গাজী, কমিউনিটির ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, যখন আমরা সবাই মিলে শিক্ষা, সহায়তা ও অনুপ্রেরণার মাধ্যমে একে অপরকে শক্তিশালী করে তুলি, তখন নারীরা নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সক্ষম হন, যা তাদের জীবন বাঁচাতে পারে।
পেশেন্ট ফোরামে পেশেন্ট স্টোরি পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে ব্রেস্ট ক্যান্সার জয়ী নারীরা তাদের সাহস ও লড়াইয়ের গল্প শেয়ার করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি কথা বলে ব্রেস্ট হেলথ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। শেষে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।
 
        
