এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম ও ইয়াংওয়ান বাংলাদেশের মধ্যে সমপ্রতি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির অধীনে ইয়াংওয়ান বাংলাদেশের কর্মীরা এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের পক্ষ থেকে হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ভিনোদ সিং, হেড অব করপোরেট মার্কেটিং ফারাহ্ সুলতানা শহীদ ও করপোরেট রিলেশন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রঞ্জন কুমার দাস এবং ইয়াংওয়ান বাংলাদেশের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর শেখ শাহীনুর রহমান, অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর মো. নুরুল আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার (হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন) মঞ্জুরুল হায়দার, চিফ মেডিক্যাল অফিসার ডা. বিধু বোস, সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মো. আমজাদ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার এইচআরএম অ্যান্ড সিএসআর–ওয়াইএসএস, কেএসআই ডা. মো. জাকের ইসলাম, এজিএম এইচআর মুনীজা আয়েশা খান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।