এবি মিউজিক স্টেশনের উদ্যোগে গত ১৪ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলরুমে গান, কবিতা ও ভালোবাসা দিবস উদযাপন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান আশিক বন্ধুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। আলোচনায় অংশ নেন সংগীত পরিচালক জ্যাকব ডায়েস, সংগীতশিল্পী ইকবাল হায়দার, কবি ও গীতিকার অরুপ কুমার বড়ুয়া, এবি মিউজিক স্টেশনের উপদেষ্টা মাখন লাল দাশ ও উপদেষ্টা আবু হানিফ।
সম্মাননা পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে এবি মিউজিক স্টেশন লাভ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন ফরিদা করিম, রোকশানা আনোয়ার, গীতা আচার্য্য, কবি নাফিক আবদুল্লাহ ও বিলকিস। উপস্থাপনায় ছিলেন সোমা মুৎসুদ্দী। সহযোগী ছিলেন শ্রাবন্তী বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।