এবি ব্যাংকের গ্রাহক সম্মাননা অনুষ্ঠান

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

এবি ব্যাংক পিএলসির উদ্যোগে সমপ্রতি এবি ব্যাংক আন্দরকিল্লা শাখায় একটি গ্রাহক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সম্মাননা অনুষ্ঠানে গ্রাহকদের সাথে শাখার ব্যবস্থাপক হোসনেয়ারা খাতুন এবং শাখার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় এবি ব্যাংক পিএলসির ধারাবাহিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের কথা উল্লেখ করে গ্রাহকরা তাদের সন্তোষ জানান এবং সেবার মানোন্নয়নে গ্রাহকরা তাদের বিভিন্ন মূল্যবান মতামত প্রদান করেন।

অনুষ্ঠানে ব্যাংকিং সেবায় এবি ব্যাংক পিএলসির উপর আস্থা রাখার জন্য শাখা ব্যবস্থাপক গ্রাহকদের ধন্যবাদ জানান এবং উত্তরোত্তর সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে ব্যবস্থাপক গ্রাহকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেরিন একাডেমি কলেজে বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধআমিন নার্গিস ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ