ফটিকছড়ির দৌলতপুর এবিসি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুজিত কান্তি দে’র সংবর্ধনা অনুষ্ঠান গত ২৭ ডিসেম্বর নগরীর লালখান বাজারে অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক মোহাম্মদ জুনায়েদ। এই আয়োজনে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সোনালী ব্যাংকের প্রাক্তন এজিএম মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এবিসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক আবু আহম্মদ ও ফিরোজ খান। অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের পরিচালক তৌহিদুল ইসলাম চৌধুরী আতিক।
দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষকদের উচিত চলমান প্রযুক্তির সঙ্গে সংযুক্ত থাকা। এছাড়া সন্তানদের নিজস্ব একটা জগৎ আছে। মা–বাবাদের সেটি বুঝতে হবে। কেননা এখনকার শিক্ষাক্রম আগের মতো না; পুরোটাই প্রযুক্তিনির্ভর। তিনি কারিগরি শিক্ষার গুরুত্বও তুলে ধরেন।
সংবর্ধিত শিক্ষক সুজিত কান্তি দে বলেন, আমি ছাত্রদের জন্য কী করতে পেরেছি জানি না, তবে আমি তাদের কাছ থেকে যা পেয়েছি তা অনেক।
সভাপতি মুজিবুল হক বলেন, স্যার আমাদের যে ভালোবাসা ও অনুশাসনের মধ্যে আগলে রেখেছিলেন, তা কখনো ভোলার নয়। আমরা শত শত শিক্ষার্থী স্যারের কাছে বছরের পর বছর বিনা বেতনে পড়েছি।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করেন আবুল কালাম, ডা. নাসিম হায়দার, রুনা তাসমিনা ও মো. মতিন মিয়া। সঞ্চালনা করেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী কুমকুম। উপস্থিত ছিলেন বদিউল আলম, জসীম উদ্দিন, ডা. মোহাম্মদ শহিদুল্লাহ, কামরুদ্দিন বাহাদুর, ইঞ্জি. হোসেন ইমাম, নজরুল ইসলাম, মো. শামীম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












