এবিপি হোটেলকে লাখ টাকা জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অভিযোগে নগরের নিউ মার্কেট মোড়ের হোটেল এবিপিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর জানান, হোটেল এবিপির রান্না ঘরের পরিবেশ অপরিচ্ছন্ন ও নোংরা ছিল। কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদ ছিল না।

পূর্ববর্তী নিবন্ধআবৃত্তি আর গানে সংসদে পদ্মা সেতুর উদযাপন
পরবর্তী নিবন্ধপেঁয়াজের দাম একদিনেই কেজিতে বাড়ল ১০ টাকা