পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার বিকেলে খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কালারপোল ক্রীড়া সংস্থাকে ৩–১ গোলে হারায় তারা। খেলায় একাই দুটি গোল করে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন মোহামেডানের স্টাইকার সুমন। অন্য গোলটি করেন মো. রাশেদ। খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে সতীর্থদের ভুল বুঝাবুঝিতে একটি আত্মঘাতী গোল হজম করতে হয় মোহামেডানকে। খেলা শেষে টুর্ণামেন্ট কমিটির আহবায়ক এম ইদ্রিচ চৌধুরী অপুর সভাপতিত্বে ও এবিটস’র আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন এবিটসের প্রতিষ্ঠাতা আবু তাহের ইমু। আগামী ২১ ফেব্রুয়ারী টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বোয়ালখালী ফুটবল একাডেমি বনাম চন্দনাইশ উপজেলা।