এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবলে সেমিতে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমি

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমি। গতকাল শনিবার খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে আনোয়ারা বখতিয়ার সোসাইটিকে ২১ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করে চন্দনাইশ একাডেমি। দুই দলই চমৎকার ফুটবল নৈপুণ্য ও আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে খেলাকে বেশ উপভোগ্য করে তুলে। প্রথমার্ধে চন্দনাইশ ফুটবল একাডেমির ভারতের ত্রিপুরা রাজ্যের খেলোয়াড় অর্ণব সরকার ফ্রিকিক থেকে চমৎকার একটি গোল পান। পরে তিনিই ম্যান অব দা ম্যাচের পুরস্কার অর্জন করেন। আনোয়ারা বখতিয়ার সোসাইটির পক্ষে নাইজেরিয়ান ফুটবলার এমিলি বার বার আক্রমণ করেও কোন গোল করতে পারেনি। অপরদিকে চন্দনাইশ ফুটবল একাডেমির কম্বোডিয়ান ফুটবলার মোহাম্মদ ইব্রাহিমও একইভাবে কোন গোলের দেখা পায়নি। এ দুই বিদেশী খেলোয়াড় দুই দলে স্ট্রাইকার হিসেবে খেলেন। দ্বিতীয়ার্ধে আনোয়ারা বখতিয়ার সোসাইটি তাদের খেলোয়াড় সৈনিকের দক্ষতায় গোল করে খেলায় ১১ গোলে সমতায় আনে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে চন্দনাইশের আনন্দ দ্বিতীয় গোল করে দলকে ২১ গোলে এগিয়ে নেন। পুরো খেলায় চন্দনাইশের গোলকিপার মোহাম্মদ শেখের অসাধারণ নৈপুণ্য দলকে বেশ কয়েকটি নিশ্চিত গোল থেকে রক্ষা করে। দীর্ঘদেহী এ গোলরক্ষকের কারণেই শেষ পর্যন্ত ২১ গোলে জয় পেয়ে চন্দনাইশ ফুটবল একাডেমি টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এম ইদ্রিচ চৌধুরী অপুর সভাপতিত্বে আজিজুল হকের সঞ্চালনায় পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি এবিটসের প্রতিষ্ঠাতা সভাপতি জায়েদুল হক তপু। এ সময় উপস্থিত ছিলেন আরিফুর রহমান সুমন, নজরুল ইসলাম নিলয়, জাহাঙ্গীর, মফিজ, আলী শিফন, রায়হান, সায়েম, মিনহাজ, শহিদ, নাঈম বাবু, নওশাদ, নিহাদ।

পূর্ববর্তী নিবন্ধবালকে বাঘাইছড়ি, বালিকায় রাজস্থলী উপজেলা চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধএনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর উড়িয়ে দিল বিসিবি