পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ১৬টি ফুটবল দল এতে অংশ নিচ্ছে। জিরি খলিল মীর কলেজ মাঠে উদ্বোধনী খেলায় অংশ নেবে কালারপোল ক্রীড়া সংস্থা এবং চকবাজার স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের উদ্বোধন করবেন দেশের শীর্ষস্থানীয় পোষক রপ্তানীকারক প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। গত শনিবার রাতে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান টুর্নামেন্ট কমিটির আহবায়ক ইদ্রিচ চৌধুরী অপু। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা হাশেম মেম্বার, ইদ্রিচ চৌধুরী, আবু ফারুকী, এম এ মান্নান শিমুল, টুর্নামেন্ট কমিটির সচিব হাশেম বাহাদুর, সদস্য জায়দুল হক, জসিম উদদীন বাবু, আবু তাহের ইমু, সোহেল মাহমুদ, আরিফুর রহমান সুমন, মুহাম্মদ ফোরকান, রুবেল, আজিজ, মামুন, জাহাঙ্গীর, রায়হান, নাঈম, সায়েম, নওশাদ। সংবাদ সম্মেলনে আয়োজকরা আরো জানান, টুর্নামেন্টে মোট ৫২টি দলের আবেদনের মধ্যে থেকে ১৬টি দলের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।