এবার ২৫ বছরের জন্য এম এ আজিজ স্টেডিয়াম পাচ্ছে ফুটবল ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

দেশের ফুটবলে মাঠের সংকট নতুন কিছু নয়। অনেকটা ধার দেনার মত করে চলছে দেশের ফুটবলের মাঠ। এর মধ্যে প্রায় তিন বছর ধরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। আরো কতদিন লাগে তাও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে একমাত্র ভরসা বসুন্ধরা কিংস আরেনা। মাঠ সংকট কাটাতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম বরাদ্দ চেয়েছিল বাফুফে। তাদের আবেদনের প্রেক্ষিতে ১০ বছরের জন্য স্টেডিয়াম বরাদ্দ দিয়েছিল এনএসসি। কিন্তু বাফুফে জানিয়েছিল তারা ২৫ বছরের জন্য এই মাঠ চায়। কারণ এখানে ফিফার সাথে কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িয়ে আছে। আর সে কারনেই কিনা এবার সেই বরাদ্দ বাড়িয়ে ২৫ বছর করা হয়েছে। ২০২৫ সালের প্রথম দিনে গতকাল সুখবরটি পেয়েছে বাফুফে। বিষয়টি নিশ্চিত করে এনএসসির সচিব আমিনুল ইসলাম । তিনি বলেন, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম প্রথমে ১০ বছরের জন্য বাফুফেকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই বরাদ্দের সময় বাড়ানো হয়েছে। ২৫ বছরের জন্য বাফুফেকে এই স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি জানান বরাদ্দের সিদ্ধান্ত হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানানো বাকি। এটা শুধুই আনুষ্ঠানিকতা। চিঠিও লেখা হয়ে গেছে। আশা করি, আগামী ২৩ দিনের মধ্যেই বাফুফে চিঠি হাতে পাবে বলেও জানান তিনি। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো স্থাপনা যদি ফিফার কোনো সদস্য সংস্থার কমপক্ষে ২০ বছরের অধিকার না থাকে, সেখানে ফিফা বিনিয়োগ করে না। ফলে এই মাঠের আধুনিকায়নের স্বার্থে এবং ফিফার বিনিয়োগ প্রাপ্তির বিষয়টি মাথায় রেখে স্টেডিয়ামটি দীর্ঘ সময়ের জন্য চেয়েছিল বাফুফে। আর জাতীয় ক্রীড়া পরিষদও তাদের সে দাবি পূরণ করে ২৫ বছরের জন্য দিয়ে দিয়েছে স্টেডিয়ামটি। বাফুফের দাবিতে সাড়া দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আগামী ২৫ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামকে বরাদ্দ পেয়েছে ফুটবল ফেডারেশন।

পূর্ববর্তী নিবন্ধএকদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএল
পরবর্তী নিবন্ধবাংলাদেশ নয় অস্ট্রেলিয়াই ভয় পাবে