মেলবোর্ন টেস্টে ইয়াসাসভি জয়সওয়ালের ক্যাচ নিয়ে বিতর্কের রেশ শেষ হয়নি এখনও। নতুন আলোচনার খোরাক হয়ে এলো এবার ভিরাট কোহলির ক্যাচ। বলা ভালো, ক্যাচ আউট না হওয়া। সিডনি টেস্টের প্রথম সেশনের ওই ঘটনা উত্তাপ ছড়াল যথেষ্টই। স্টিভেন স্মিথ তো নিশ্চিত, কোহলি আউট ছিলেন। টেস্টের অষ্টম ওভারের ঘটনা সেটি। স্কট বোল্যান্ড তখন মাত্রই বিদায় করলেন জয়সওয়ালকে। ভারতের রান ২ উইকেটে ১৭। নতুন ব্যাটসম্যান কোহলির প্রথম বলটিই লাগল ব্যাটের কানায়। বল গেল দ্বিতীয় স্লিপের দিকে। সেখানে স্টিভেন স্মিথ দারুণ রিফ্লেঙে ডান দিকে ঝাঁপিয়ে বল এক হাতে মুঠোয় জমানোর চেষ্টা করলেন। শেষ মুহূর্তে বল মুঠোয় নিতে না পারলেও তিনি তুলে দিলেন ওপরে। কাছেই গালিতে থাকা মার্নাস লাবুশেন অনায়াসেই নিলেন ক্যাচ। কোহলিকে প্রথম বলেই বিদায় করে বাঁধনহারা উদযাপনে মেতে উঠলেন অস্ট্রেলিয়ানরা। মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ও মাইকেল গফ সিদ্ধান্ত ছেড়ে দেন টিভি আম্পায়ারের ওপর। টিভি আম্পায়ার জোয়েল উইলসন কয়েকবার রিপ্লে দেখে রায় দেন, স্মিথের হাত থেকে বল ওপরে ওঠার আগে স্পর্শ করেছে মাটিতে। রক্ষা পান কোহলি। টিভি আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে একমত না হয়ে মাঠেই মাথা নাড়াতে দেখা যায় স্মিথকে। পরে লাঞ্চ বিরতিতে ফক্স স্পোর্টসকে স্মিথ বলেন, তার কোনো সংশয়ই নেই ক্যাচের বৈধতা নিয়ে।