এবার সলিমপুর ইউপি থেকে ১৬৭ জন্মনিবন্ধন করলো হ্যাকাররা

বাতিলের আবেদন চেয়ারম্যানের

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

এবার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সফটওয়্যার ‘হ্যাক করে’ ১৬৭টি জন্মনিবন্ধন করা হয়েছে অভিযোগে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত শনিবার ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন আজিজ সীতাকুণ্ড থানায় জিডি করেন এবং স্থানীয় সরকার বিভাগের জন্মমৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে লিখিত আবেদন করেছেন। যাচাইবাছাই করে ওইসব নিবন্ধন বাতিলের অনুরোধ করেন চেয়ারম্যান। চিঠিতে বলা হয়েছে, উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন সফটওয়্যারে গত ১৫ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮দিনে ৩৭১টি নিবন্ধন হয়। এর মধ্যে সলিমপুর ইউপি থেকে ২০৪টি ও বাইরে থেকে ১৬৭টি নিবন্ধন করা হয়। এগুলো দেশের বিভিন্ন জেলা থেকে করা হয়েছে। এসব নিবন্ধনের জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথি ওই ইউপিতে সংরক্ষিত নেই।

ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন আজিজ বলেন, জানুয়ারির শেষের দিকে ১৮দিন নিবন্ধন সার্ভার কাজ করছিল না। মাঝেমধ্যে সার্ভার কাজ করলেও তা ছিল ধীরগতির। কিন্তু ১৬৭টি নিবন্ধন কীভাবে করেছে, তা বলা যাচ্ছে না। হ্যাকাররা পরিকল্পিতভাবে এ কাজ করতে পারে বলে জানান তিনি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের সফটওয়্যারে আবেদন অনুমোদন না করলে জন্মনিবন্ধন পাওয়ার সুযোগ নেই। হ্যাকাররা কিংবা প্রতারক চক্রও এ কাজ করতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ১৬৭টি জন্মনিবন্ধন অন্য কোনো উপায়ে করার বিষয়টি উঠে এলে সেগুলো বাতিল করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচবি শিক্ষক সমিতির মানববন্ধন শিক্ষার্থীদের ফটক অবরোধ
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, আটকা হাজারো পর্যটক