ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি একজন শীর্ষ নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। ওই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভোট জালিয়াতির অভিযোগের বিরোধিতা করেছিলেন। মঙ্গলবার টুইটারে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভোটের সুষ্ঠুতা নিয়ে ‘অত্যন্ত ভুল’ মন্তব্য করায় তিনি সাইবারসিকিউরিটি ও ইনফ্রাস্টাকচার সিকিউরিটি এজেন্সির (সিসা) প্রধান ক্রিস ক্রেবসকে ‘বরখাস্ত’ করেছেন। খবর বিডিনিউজের।
‘গুজব নিয়ন্ত্রণ’ নামে সিসার একটি ওয়েবসাইটকে কেন্দ্র করে ক্রেবস হোয়াইট হাউসের অসন্তুষ্টির কারণ হয়ে উঠেছিলেন বলে জানা গেছে।