গ্রেপ্তার এবং দুদকের অভিযানের মধ্যেই নতুন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের ইউজার আইডি হ্যাক করে ইস্যু করা হয়েছে ২৪৯টি জন্মনিবন্ধন সনদ। এ নিয়ে ছয়টি ওয়ার্ডে হ্যাক করে ৭৯৬টি জন্মনিবন্ধন ইস্যু হয়েছে। এর আগে ইস্যু হওয়া ৫৪৭টি জন্মনিবন্ধন সনদ সার্ভার থেকে মুছে দিয়েছে বলে চসিককে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের।
লালখান বাজার ওয়ার্ডের ইউজার আইডি হ্যাকের বিষয়টি গতকাল বুধবার জানাজানি হয়। এ ঘটনায় আজ মামলা দায়ের করার কথা রয়েছে। এ বিষয়ে লালখান বাজার ওয়ার্ডের জন্মনিবন্ধন সহকারী পীযুষ ঘোষ দৈনিক আজাদীকে বলেন, ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারির মধ্যে হ্যাক করে জন্মনিবন্ধন ইস্যুর ঘটনা ঘটে। কাল রাতে আমরা বিষয়টি ধরতে পারি। ওইদিন ৪০টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করে হ্যাকাররা।
চসিক সূত্রে জানা গেছে, পাঁচটি ওয়ার্ডের আইডি ব্যবহার করে গত ৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ৫৪৭টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করে হ্যাকাররা। এর মধ্যে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের ব্যবহার করে ৪০৯টি, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের ইউজার আইডি হ্যাক করে ৮৪টি, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের আইডি ব্যবহার করে ৪০টি, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ইউজার আইডি হ্যাক করে ১০টি এবং ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের আইডি হ্যাক করে ইস্যু করা হয় ৪টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়।
এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। এছাড়া আইডি হ্যাক করে জন্মনিবন্ধন সনদ ইস্যুর ঘটনায় ওয়ার্ড কার্যালয়ের কোনো কর্মকর্তা–কর্মচারী জড়িত কীনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর অংশ হিসেবে দুটি ওয়ার্ডে (দক্ষিণ কাট্টলী ও পাহাড়তলী) গত মঙ্গলবার এনফোর্সমেন্ট অভিযান চলিয়েছে দুদক সমন্বিত জেলা কার্যালয়–১ এর একটি টিম।












