এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

| রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

ইউক্রেইন যুদ্ধ নিয়ে বিরোধের জেরে ইউরোপের একের পর এক দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। তালিকায় সর্বশেষ সংযোজন লাটভিয়া। রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।
গ্যাজপ্রম কর্তৃপক্ষ লাটভিয়ার বিরুদ্ধে গ্যাস কেনার চুক্তির শর্ত লঙ্ঘন করার অভিযোগ তুলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। তবে লাটভিয়া চুক্তির কোন শর্ত লঙ্ঘন করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি বলে জানায় বিবিসি।প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য লাটভিয়া প্রতিবেশী রাশিয়ার উপর নির্ভরশীল। যদিও তাদের জ্বালানি খাত পুরোপুরি গ্যাসের উপর নির্ভরশীল নয়। দেশটির মোট জ্বালানি চাহিদার ২৬ শতাংশ পূরণ হয় গ্যাসের মাধ্যমে। ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, ইউক্রেইনে আগ্রাসন চালানোর জেরে পশ্চিমা বিশ্বের রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশোধ নিতে দেশটি তাদের গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
লাটভিয়া পশ্চিমা সামরিক জোট নেটো ভুক্ত দেশ।
এ অঞ্চলে নেটোর বিস্তারকে ভালো চেখে দেখছে না রাশিয়া। নেটোর শক্তিবৃদ্ধিকে নিজেদের সুরক্ষার জন্য হুমকি মনে করে মস্কো। রাশিয়ার ইউক্রেইনে আগ্রাসনের অন্যতম প্রধান কারণ এটি।

পূর্ববর্তী নিবন্ধসেমিতে যাওয়ার লড়াই আলোর ঠিকানা ও আব্দুস সোবাহান ফুটবল দলের
পরবর্তী নিবন্ধ১০ মামলায় ইমরানের জামিন