এবার লাইভে আসবেন শাবনূর

| বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তার অনেক সিনেমা আজও বাংলা সিনেমার মনে দোলা দিয়ে যায়। অনেকদিন হলো তিনি নেই অভিনয়ে। থাকেন অস্ট্রেলিয়ায়। সেখানে ছেলে ও ভাইবোনের সঙ্গে বসবাস তার। প্রায়ই শোনা যায় অভিনয়ে ফিরবেন। কিন্তু সেটা কবে তা এখনো নিশ্চিত নয়। এদিকে সমপ্রতি দেশ-বিদেশের অনেক নায়ক-নায়িকা, গায়ক-গায়িকার মতো ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। সেখানে সময় দিচ্ছেন তিনি। সর্বশেষ অমর নায়ক সালমান শাহের জন্মদিনে দিয়েছিলেন এক ভিডিও বার্তা। এবার জানালেন, সেই ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখা দেবেন শাবনূর। ভক্তদের সঙ্গে আড্ডায় বলবেন অনেক কথা। আগামী ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় সিডনি থেকে লাইভে হাজির হবেন তিনি। বিষয়টি নিয়ে এই নায়িকা বলেন, অনেকেই আমাকে লাইভে আসতে বলেন। কিন্তু সেটা করা হয়নি। এবার সেটাই করবো। আগামী ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় আসছি। এর আগে ১৪ সেপ্টেম্বর প্রকাশিত নিজের ইউটিউবের ভিডিওতে শাবনূর বলেন, বন্ধুরা, তোমাদের সঙ্গে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের ভালোবাসা পেতে চাই।

পূর্ববর্তী নিবন্ধআলঝেইমার প্রতিরোধে মাছের তেল বিশেষ ভূমিকা রাখে
পরবর্তী নিবন্ধ‘ঝড়ের পর রঙধনু হাসে’