এবার রংপুরকে হারিয়ে টানা চতুর্থ জয় পেল চট্টগ্রাম

নারী টি-২০ জাতীয় ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত নারী টি২০ জাতীয় ক্রিকেট লিগে টানা চতুর্থ জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। গতকাল বুধবার সাভারের বিকেএসপি মাঠে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম বিভাগ ২৫ রানে রংপুর বিভাগকে পরাজিত করে। টসে জিতে চট্টগ্রাম প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভার খেলে তারা মাত্র ৩ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। দুই উদ্বোধনী ব্যাটার ৪৬ রান জমা করে বিচ্ছিন্ন হন। রুবাইয়া হায়দার ঝিলিক ৩৩ বল খেলে ৩৮ রানের ইনিংস খেলেন। তিনি ৬টি চার এবং ১টি ছক্কা হাঁকান। অপর ওপেনার একা মল্লিক ৩১ বল খেলে ২১ রান সংগ্রহ করেন। তাজ নেহার ৩৮ বল খেলে ৩৮ রান করেন। যার মধ্যে ছিল ১টি চার এবং ১টি ছক্কার মার। অধিনায়ক ফাহিমা খাতুন ২১ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার মারেন। অতিরিক্ত থেকে আসে ৫ রান। রংপুর বিভাগের হয়ে ১টি করে উইকেট নেন লতা মন্ডল এবং লাকি খাতুন। জবাব দিতে নেমে রংপুর বিভাগ ২০ ওভার খেলে ৯ উইকেটে ১০২ রান করতে সমর্থ হয়। দলীয় ১০ রানে চট্টগ্রাম সফলতা পায়। এ সময় হাবিবা পিংকি বোল্ড করে দেন আফিয়া আনামকে। তিনি মাত্র ১ রান করেন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে জুহাইরিয়া জয়িতা এবং জান্নাতুল মাওয়া কিছুটা প্রতিরোধ করেন। এ জুটি ৪৪ রান সংগ্রহ করে। দলীয় ৫৪ রানে জয়িতা ৪১ রান করে লিমা খাতুনের বলে ফাহিমার হাতে ক্যাচ হন। জয়িতা ২৬ বলে ৪১ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ২টি ছক্কার মার। কিছু পরেই জান্নাতুল ১৩ রানে ফাহিমার বলে বোল্ড হন। জান্নাতুল ১৯ বল খেলেন। পরে লতা মন্ডল ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। কেউ দ্বিঅংকের ঘরে পৌঁছতে পারেননি। লতা ৩০ বল খেলে ২৫ রানে অপরাজিত থাকেন। চার ছক্কার কোন মার লতার ব্যাট থেকে আসেনি। অতিরিক্ত থেকে আসে ৯ রান। বল হাতে চট্টগ্রাম বিভাগের হয়ে ২টি করে উইকেট তুলে নেন মুমতা হাসনাত,ফাতেমা সোনিয়া এবং মেহেরুন নেছা জয়া। ১টি করে উইকেট লাভ করেন হাবিবা ইসলাম পিংকি, ফাহিমা খাতুন এবং লিমা খাতুন। প্লেয়ার অব দি ম্যাচ হন চট্টগ্রাম বিভাগের অধিনায়ক ফাহিমা খাতুন।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের পদক নিশ্চিত
পরবর্তী নিবন্ধনিরব স্মৃতি টুর্নামেন্টে চট্টগ্রাম ক্রিকেট একাডেমির শুভসূচনা