দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর আবার আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াচ্ছে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। তবে বেশিরভাগ সময়ই ঢাকা থেকে হার নিয়ে চট্টগ্রামে আসে বাংলাদেশ দল। ফলে চট্টগ্রামে সাফল্য নিয়ে আবার ঢাকায় ফিরে। তবে এবারে ভিন্ন প্রেক্ষাপট। এবারে ঢাকায়
সিরিজ জিতে একেবারে আনন্দচিত্তে চট্টগ্রামে এসেছে টাইগাররা। ফলে নিজেদের লাকি গ্রাউন্ড চট্টগ্রামে এখন প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার অপেক্ষা। যদিও এই মাঠে বেশ কয়েকবার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের তেতো স্বাদ দিয়েছে বাংলাদেশ। এবার সে ঘটনার পুনরাবৃত্তির অপেক্ষা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে যেভাবে খেলেছে টাইগাররা তাতে এই ম্যাচে হোয়াইট ওয়াশ না হওয়ার কোন কারণ দেখছেনা টাইগার শিবির। তবে করোনার কারণে এই সিরিজে মাঠে গিয়ে খেলা দেখার কোন সুযোগ নেই দর্শকদের। তারপরও লম্বা সময় পর চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়ানোয় স্বস্তি টাইগার ভক্তদের। পাশাপাশি একটি আফসোসও রয়ে গেছে, আর তা হচ্ছে মাঠে গিয়ে খেলা দেখতে না পারা।
আগের দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও জমানো পারফরম্যান্স করতে চায় স্বাগতিক বাংলাদেশ। আর সেটা করেই নিজেদের লাকি গ্রাউন্ডে ট্রফিটা উচিয়ে ধরতে চায় টাইগার শিবির। প্রথমবারের মতো আনুষ্ঠানিক অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর বেশ ভালই হাসছে তামিমের ব্যাটও। প্রথম ম্যাচে একটুর জন্য হাফ সেঞ্চুরি হয়নি। দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি হয়েছে। তাই তৃতীয় ম্যাচে প্রত্যাশাটা আরো বড় তামিমকে ঘিরে। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১ টায় শুরু হবে ম্যাচটি।