এবার ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করল চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। কোম্পানিটির অভিযোগ, নিজের সুবিধার জন্য ওপেনএআইয়ের ব্যবসার গতি কমিয়ে দিতে নিরবচ্ছিন্নভাবে চেষ্টা করে চলেছেন মাস্ক। ওপেনএআই আরও অভিযোগ এনেছে, অত্যাধুনিক এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে সহায়তা করতে কোম্পানিটির বিরুদ্ধে অসৎ কৌশল ব্যবহার করেছেন টেসলা প্রধান। গত বছর ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেন মাস্ক। খবর বিডিনিউজের।
অল্টম্যানের সঙ্গে যৌথভাবে ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠা করলেও ২০১৮ সালে কোম্পানিটি ছেড়ে দেন তিনি। বুধবার দায়ের করা ওপেনএআইয়ের মামলার জবাব জানতে কোম্পানিটির আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। সিলিকন ভ্যালির দুই প্রযুক্তি প্রধানের মধ্যে হাই ভোল্টেজ লড়াইয়ে পাল্টা মামলাটি নতুন এক পর্বের সূচনা বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।