এবার ‘মহানগর’ দেখা যাবে বিনামূল্যে

| শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:২৬ পূর্বাহ্ণ

ওটিটিতে তিন বছর আগে মুক্তি পাওয়া মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘মহানগর’ দেখতে এখন থেকে কোনো টাকা খরচ করতে হবে না। হইচইয় প্ল্যাটফর্মে শুক্রবার থেকে ‘মহানগর’র প্রথম সিজন দেখা যাবে বিনামূল্যে। এক বিজ্ঞপ্তিতে হইচই জানিয়েছে, হইচই অ্যাপ ডাউনলোড করলে সিরিজটি দেখা যাবে। এতে কোনো ধরনের সাবস্ক্রিপশন বা রেজিস্ট্রেশন লাগবে না। সিরিজটি একই সঙ্গে হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। খবর বিডিনিউজের।

মহানগর’ পরিচালক আশফাক নিপুণ বলেন, মহানগর নির্মাণের সময় ভাবিনি যে সিরিজটি মানুষ এত পছন্দ করবে। এই সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যে বিষয়টি নিয়ে আমি কখনো মিডিয়াতে কথা বলিনি।

এখন আনন্দের ব্যাপার হল সিরিজটি যে কেউ, যে কোনো স্থান থেকে হইচইয়ে স্ট্রিম করতে পারবেন একদম বিনামূল্যে। সিরিজে ‘ওসি হারুন’ চরিত্রে দারুণ সাড়া তোলা অভিনেতা মোশাররফ করিম বলেন, মহানগর মুক্তির পর থেকেই সাধারণ মানুষের যে সাড়া ও ভালোবাসা পেয়েছি তা অবিশ্বাস্য।

সোশাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় বেশ প্রসংশা পেয়েছি কাজটার জন্য। এখনও দর্শক ওসি হারুনকে দেখতে চায়। তাই শুক্রবার থেকে মহানগরের প্রথম সিজন দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ‘মহানগর’র প্রথম সিজন ওটিটিতে এসেছিল ২০২১ সালের জুন মাসে। সেখানে এক রাতে ঢাকার একটি থানায় ঘটে যাওয়া চমকপ্রদ সব ঘটনা দেখান হয়। থানার ওসি হারুনের কথা আর বুদ্ধির মারপ্যাঁচে ঘুরপাক খেতে থাকে বাকি চরিত্রগুলো।

ঘটনার অবসান না দেখিয়ে কিছু প্রশ্ন ও রহস্য রেখে শেষ হয় ওই পর্ব। সেই সঙ্গে ওসি হারুনের পরিণতি জানাতেও দর্শকদের অপেক্ষায় রাখা হয়। তখনই ইঙ্গিত রাখা হয়েছিল দ্বিতীয় পর্ব আসছে। এরপর মুক্তি পায় সিরিজটির দ্বিতীয় সিজন।

সিরিজের দুই সিজনই ঢাকা ছাড়া কলকাতাতেও জনপ্রিয়তা পেয়েছে। এবার সিরিজটির অন্তিম পর্বের অপেক্ষায় আছে দর্শক। ‘মহানগর’র প্রথম সিজনে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, খাইরুল বাসারসহ আরও অনেকে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ারের দশ দিন আগেই শেষ মেহজাবীনের সিনেমার টিকেট
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৯৬ কোটি টাকা