এবার ভোটে বিএনপির সঙ্গে জোট নয় : কাদের সিদ্দিকী

| মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

গত নির্বাচনে বিএনপির সঙ্গে জোট গড়লেও এবার সে পথে যাচ্ছেন না বলে জানিয়েছেন কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। একাদশ সংসদ নির্বাচনের আবহ শুরুর মধ্যে গতকাল সোমবার টাঙ্গাইলে নিজের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা জানান তিনি। এই আলাপে কাদের সিদ্দিকী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে সমর্থনও জানান তিনি। বঙ্গবন্ধুর স্নেহধন্য কাদের সিদ্দিকী আড়াই দশক আগে আওয়ামী লীগ ছেড়ে কৃষক, শ্রমিক, জনতা লীগ গঠন করেন। এরপর ২০১৮ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেন। খেলাপি ঋণের কারণে কাদের সিদ্দিকীর সেই নির্বাচনে অংশ নেওয়া হয়নি। টাঙ্গাইলে তার আসনে ভোট করেন তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী, কিন্তু হেরে যান। নির্বাচন শেষে সবার আগে ঐক্যফ্রন্ট ছাড়েন কাদের সিদ্দিকী। এমনও বলেন, তিনি ‘গাধা বলেই’ কামাল হোসেনের নেতৃত্বে সেই জোটে গিয়েছিলেন। এবার কোনো জোটে যাবেন কি নাসে প্রশ্নে কাদের সিদ্দিকী বলেন, কোনো জোটে যাব কি না জানি না। তবে বিএনপির সঙ্গে কোনো জোটের যাব না। খবর বিডিনিউজের।

বিএনপি এখন জোট না রাখলেও মিত্রদের নিয়ে যুগপৎ আন্দোলনে রয়েছে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রশ্নে কাদের সিদ্দিকী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো সরকার নেই। কিন্তু বাংলাদেশে হয়েছিল। এখন সংবিধানে নাই। রাজনীতিতে আন্দোলনের মাধ্যমে বাধ্য করতে পারলে সেখানে সব কিছুই আইনি। আর না পারলে সবটাই বেআইনি। এখন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি আন্দোলন করে, তাহলে তত্ত্বাবধায়ক হবে। আর না হলে আমার বোনের (প্রধানমন্ত্রী) কোনো উপায় নাই যে তিনি প্রধানমন্ত্রিত্ব ছাড়বেন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা হবে, তাদের ভিসা না দেওয়ার যে নীতি যুক্তরাষ্ট্র নিয়েছে, সে বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে বাধা দিলে দেশের প্রচলিত আইনে বিচার হবে, ব্যবস্থা হবে। সেটা নিয়ে আমেরিকার অথবা চীনের অথবা জার্মান অথবা ফ্রান্স, এসব বিদেশি শক্তির কিছু করার থাকা না। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই ভিসানীতি নিয়ে কোনো কথা আসত না। ভিসা নিয়ে কথা আসছে রাজনীতির কারণে। আমি মনে করি, এই ভিসা নীতি আমাদের অপমান করা ছাড়া আর কিছু না। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথাও মনে করিয়ে দেন বীর উত্তম খেতাবধারী এই মুক্তিযোদ্ধা।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ির যাবজ্জীবনের আসামি ১০ বছর পর গ্রেপ্তার ফেনীতে
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর উপহারের আম গেল ভারতে