হালদা নদীতে আবারও ভেসে উঠেছে ৭ কেজি ওজনের মৃত কাতলা মাছ। গতকাল শুক্রবার উরকিরচর ইউনিয়নের সুজার পাড়া বাকর আলী চৌধুরী ঘাটে নদীতে মৃত মাছটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
গত ১ জুন নদীর উত্তর মাদার্শা আজিমের ঘাট এলাকা থেকে ১২ কেজি ওজনের একটি মৃত কাতলা মা মাছ উদ্ধার করা হয়েছিল। স্থানীয়রা জানান, গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে নদীর উরকিরচর সুজার পাড়া বাকের আলী চৌধুরী ঘাট এলাকায় ভাসমান অবস্থায় একটি মরা মাছ উদ্ধার করা হয়। মাছটিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধারকৃত মাছটির শরীরের পচন দেখা দেওয়ায় প্রশাসনের নির্দেশে মাছটি মাটি চাপা দেওয়া হয়েছে।