পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়া হয়েছে। জাতীয় নির্বাচনের জন্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চাপের মুখে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় কোনো পদক্ষেপ।
গতকাল খাইবার পাখতুনখোয়া প্রদেশের গভর্নর হাজি গোলাম আলি প্রাদেশিক পরিষদ বিলুপ্তির চিঠিতে সই করেন। চিঠিতে তা তাৎক্ষণিকভাবে কার্যকর করতে বলা হয়। খবর বাংলানিউজের।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ সদস্য ও প্রাদেশিক মুখ্যমন্ত্রীর অনুরোধে তিনি এই পদক্ষেপ নেন। এর আগে শনিবার পিটিআই প্রধান খানের আদেশের পর পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর পদ হারানোর পর থেকে ইমরান খান দ্রুত নির্বাচন দাবি করে আসছেন।












