এবার ভিন্ন ভিন্ন কৌশলে নির্বাচনী কাজ করতে হবে : খসরু

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:১২ পূর্বাহ্ণ

আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে জনগণের দল বিএনপি বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তারেক রহমানকে (বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান) প্রধানমন্ত্রী বানাতে হবে। ভিন্ন ভিন্ন কৌশলে এবার নির্বাচনী কাজ করতে হবে। মানুষের দ্বারে দ্বারে যাবেন। অতীতে নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ থাকলে তা ভুলে যাবেন। তিনি গতকাল শুক্রবার বিকেলে নগরের মেহেদীবাগ বাসভবনে চট্টগ্রাম১০ আসনের ৮ ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার।

সভায় আমীর খসরু আগামী নির্বাচনকে সামনে রেখে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। বলেন, সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে মিলেমিশে নির্বাচনের কাজ করতে হবে। নির্বাচনের কাজে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। অতীতে কার সাথে কি হয়েছিল, কে কি করেছিল সব ভুলে যাবেন। সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজে অংশ নিবেন।

নেতাকর্মীদের উদ্দেশে খসরু বলেন, সুশৃঙ্খলভাবে সকলে কাজ করবেন। মানুষের বাড়ি বাড়ি যাবেন। বিএনপি যে একটি সুশৃঙ্খল দল, এই বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে। তিনি বলেন, সকলের কাজ এক হবে না। কেউ বাড়ি বাড়ি যাবেন। কেউ লিফলেট বিতরণ করবেন, কেউ এজেন্টে থাকবেন, কেউ প্রচারণা করবেন। কিন্তু সকলে মিলে মিশে একসাথে কাজ করতে হবে।

নগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম, কাজী বেলাল, মনজুর আলম, নগর বিএনপির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ। সভায় চট্টগ্রাম১০ আসনের পাহাড়তলী, খুলশী, হালিশহর, পাঁচলাইশ থানা ও ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ‘লায়ন্স সার্ভিস কমপ্লেক্স সেবা কার্যক্রমে সমৃদ্ধ এক দৃষ্টান্ত’
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা