এবার ব্যাংকের মালিক হচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান নানা সময়ে নানান ব্যবসার সঙ্গে নিজেকে জড়িয়েছেন। এবার হচ্ছেন ব্যাংকের মালিক। কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির অপেক্ষায় রয়েছে পিপলস ব্যাংক নামের একটি ব্যাংকিং প্রতিষ্ঠান। এই ব্যাংকেরই দুটি পরিচালক পদের মালিক হচ্ছেন সাকিব। সাকিবের মা শিরিন আক্তারও ব্যাংকটির পরিচালক হচ্ছেন বলে জানা গেছে। এ সংক্রান্ত নথিপত্র বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে পিপলস ব্যাংক কর্তৃপক্ষ। এর আগে সর্বশেষ ব্রোকারেজ হাউজ এবং স্বর্ণ আমদানি প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছিলেন সাকিব। দেশের সব ব্যাংকের প্রতি মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত করতে নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। উদ্যোক্তা হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হতে হলে প্রয়োজন হয় সর্বনিম্ন ২ শতাংশ শেয়ার । সে হিসেবে পিপলস ব্যাংকের প্রতিটি পরিচালক পদের জন্য সর্বনিম্ন ১০ কোটি টাকা মূলধন জোগান দিতে হবে সাকিব আল হাসানকে। তবে ব্যাংকটির মালিকানায় আসতে তিনি ২৫ কোটি টাকারও বেশি মূলধন জোগান দিয়েছে বলে জানা গেছে। পিপলস ব্যাংকের প্রধান উদ্যোক্তা এমএ কাশেমও সাকিব আল হাসানের ব্যাংকের মালিকানায় সম্পৃক্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিপলস ব্যাংকের মালিকানায় সাকিব আল হাসান ও তার মা যুক্ত হচ্ছেন। এরই মধ্যে আমরা তাদের ফাইল বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছি। সাকিবের মতো একজন তারকাকে উদ্যোক্তা হিসেবে পাওয়া আমাদের জন্য গৌরবের।
আশা করছি ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আমরা চূড়ান্ত লাইসেন্স পাব। রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে ব্যবসায়ী হিসেবে হাতেখড়ি সাকিব আল হাসানের। এরপর দ্রুতই নিজের ব্যবসার বিস্তৃতি ঘটিয়েছেন তিনি। স্বর্ণ আমদানি ও বিপণন, শেয়ারবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ রয়েছে তার। দেশের বাইরে যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে বড় অংকের বিনিয়োগ করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান মাশরাফি
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডে করোনা আক্রান্ত বাংলাদেশ দলের স্পিন কোচ হেরাথ